ঢাকা, ২৮ জুলাই - গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে প্রায় এক ঘণ্টা যানজটে বসে উত্তেজিত হয়ে পড়েন ভ্যানচালক আবদুর রহমান। তিনি বলেন, দেখেন কী অবস্থা? এসব তো আপনারা টিভিতে দেখাবেন না! তারা সিনেমা দেখবে আর আমরা এই শুক্রবারেও জটের মধ্যে বসে থাকব। আসল দোষ শাকিব খানের। তাঁর নামে মামলা করা উচিত। অন্য নায়কদের সিনেমা চললে তো এমন অবস্থা হয় না। কথা শুনে হেসে ফেলেন যানজটে আটকেপড়া অন্যরা। গতকাল ২৭ জুলাই মতিঝিলের মধুমিতা সিনেমা হলসহ সারা দেশের ১০৯টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ভাইজান এলো রে। সেই সিনেমা দেখতে হলগুলোতে উপচে পড়েছে দর্শকরা। সেই দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে শাকিব খানের নামে মামলা করা উচিত শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে ভ্যানচালকের কথা শুনে ফোন দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নায়ক শাকিব খান। তিনি বলেন, আসলে ভালো চলচ্চিত্রের জন্য কোনো উৎসব লাগে না। দর্শক সারা বছর অপেক্ষা করে কখন একটা ভালো মানের ছবি মুক্তি পাবে। বরং একটি ভালো ছবি নিজেই উৎসব তৈরি করে। আমি দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা এই বৃষ্টি উপেক্ষা করে সিনেমা হলে আসছেন এবং ছবি দেখছেন। আমার বিশ্বাস আগামী ঈদ পযন্ত দর্শক ছবিটি উপভোগ করবেন। বাংলাদেশের ছবির মান এতোটা ভালো নয় কেন জানতে চাইলে শাকিব বলেন, আসলে আমাদের দেশে তো ওই রকম ইনস্টিটিউট নেই। যেখানে চলচ্চিত্র নিয়ে গবেষণাধর্মী পড়াশুনা হবে। কাজ করতে করতে সবাই কাজ করছেন। এরপরও আমি মনে করি, এখন অনেকটাই এগিয়ে যাচ্ছে, টেকনোলজির ব্যবহার বাড়ছে। আশা করি, আগামীতে আমাদের দেশেও বিশ্বমানের কাজ হবে। এদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ক্যাপ্টেন খান। এই ছবিটি নিয়ে শাকিব খান বলেন, আসন্ন ঈদের জন্য আমরা প্রস্তুত করছি ক্যাপ্টেন খান। ছবিটি যথেষ্ট মানসম্পন্ন হচ্ছে। কারিগরী দিক দিয়ে ছবিটি এগিয়ে আছে। আমি মনে করি ছবিটির পোস্ট প্রডাকশন ভালো করতে পারলে ছবিটি দর্শক দেখে শান্তি পাবে। জয়দ্বীপ মুখার্জি পরিচালিত ভাইজান এলো রে ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শ্রাবন্তী ও পায়েল সরকার। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে লিপু এন্টারপ্রাইজ। আর শাপলা মিডিয়া প্রযোজিত ক্যাপ্টেন খান ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। তথ্যসূত্র: এনটিভি এনওবি/১৮:৪৭/২৮ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LuWWg2
July 29, 2018 at 12:42AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন