রাঙ্গালিবাজনা, ২৮ জুলাইঃ লাগাতার হাতির হানায় আতঙ্ক ছড়িয়েছে মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি বনাঞ্চল লাগোয়া ৪-৫টি গ্রামে। শুক্রবারও গভীর রাতে খয়েরবাড়ি বনাঞ্চল লাগোয়া ইসলামাবাদ গ্রামে একটি দলছুট দাঁতাল ঢুকে পড়ে। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি। গ্রামবাসীরা জানান, লাগাতার হাতির তাণ্ডবে চাষবাস করাই মুশকিল হয়ে পড়েছে। এর আগে অন্য একটি দলছুট হাতির হানায় বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন। মৃত্যুও হয়েছে এক গ্রামবাসীর।
এ প্রসঙ্গে বনদপ্তরের মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জি জানান, ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। হাতির হানা ঠেকাতে বনকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বলে জানান রেঞ্জার।
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Oqlncb
July 28, 2018 at 06:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন