নরেন্দ্র মোদি প্রকৃত গণতান্ত্রিক নেতা, বললেন কঙ্গনা

নয়াদিল্লি, ২৯ জুলাইঃ নরেন্দ্র মোদি প্রকৃত গণতান্ত্রিক নেতা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে যেন তিনিই জয়ী হন। এমনটাই বক্তব্য অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। প্রধানমন্ত্রীর শৈশব নিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘চলো জিতে হ্যায়’-এর স্ক্রিনিংয়ে এসে কঙ্গনা বলেন, ‘নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী পদে যোগ্যতম ব্যক্তি। বাবা মায়ের জোরে নয়, তিনি যা অর্জন করেছেন সবই নিজের যোগ্যতায়। তিনি প্রকৃত গণতান্ত্রিক নেতা। জনগণ ভোট দিয়ে তাঁকে বেছে নিয়েছেন, এই সাফল্য তাঁর কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই জায়গায় এসে পৌঁছেছেন তিনি। তাই প্রধানমন্ত্রী হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।’

ছবিটি সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘এতে দেখানো হয়েছে, ছোটবেলা থেকেই প্রধানমন্ত্রী কতটা সংবেদনশীল ছিলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেছেন তিনি। তবে আমার মনে হয়, এই ছবি প্রধানমন্ত্রী সম্পর্কে নয়, বরং সাধারণ মানুষ সম্পর্কে- কীভাবে ঐক্যবদ্ধ সমাজ উন্নতি করতে পারে। এই ছবি তাঁর জীবনের সামান্য একটা অংশ।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2AmyNTG

July 29, 2018 at 01:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top