গরিবদের সমস্যার ভাগিদার হতে পেরে গর্বিতঃ মোদি

লখনউ, ২৯ জুলাইঃ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির অভিযোগের পর পালটা মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধি বলেছিলেন, তিনি ‘চৌকিদার নন, দুর্নীতির ভাগিদার’। উত্তরপ্রদেশের লখনউয়ে এক অনুষ্ঠানে গিয়ে সেই মন্তব্যের পালটা জবাবে মোদি বলেন, ‘এখন আমাকে বলা হচ্ছে চৌকিদার না ভাগীদার। এই অভিযোগকে আমি প্রশংসা হিসেবেই নিচ্ছি। গরিবদের যন্ত্রণা, শ্রমিকদের পরিশ্রম, দুঃখী মায়ের বেদনা, যে গরিব কৃষকের ফসল প্রাকৃতিক বিপর্যয়ে নষ্ট হয়ে গিয়েছে, হাড়কাঁপানো ঠান্ডা বা প্রবল গরম সহ্য করা সেনা জওয়ানদের ভাগিদার হতে পেরে আমি গর্বিত।’

মোদি বলেন, ‘যে গরিব পরিবার চিকিৎসার জন্য জমি বিক্রি করে দিতে বাধ্য হয়, গৃহহীন, পড়াশোনার সুযোগ না পাওয়া শিশু বা বেকারদের ভাগীদার আমি।’ ২০২২ সালের মধ্যে সরকার সব গৃহহীনের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দেবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K67AEf

July 29, 2018 at 01:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top