লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার, ধৃত এক

রাজগঞ্জ, ২৯ জুলাইঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রেলার বোঝাই প্রচুর কাঠ উদ্ধার করল বনদপ্তরের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার রাতে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকা থেকে কাঠগুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কাঠের পরিমাণ ৭০০ সিএফটি। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।ধৃত চালকের নাম ইমরান খান (৩৭)। সে ঝাড়খণ্ডের বাসিন্দা।

টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানান, কাঠগুলি ঝাড়খণ্ড থেকে রাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছিল। গাড়ির চালক কাঠের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। চালককে গ্রেফতার করা হয়েছে। রবিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

সংবাদদাতাঃ রণজিৎ বিশ্বাস



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vf1ITX

July 29, 2018 at 02:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top