হারারে, ০৩ জুলাই- রোববার (১ জুলাই) থেকে শুরু হয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয় ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৫ রানের বিশাল জয় পায় সফরকারী পাকিস্তান। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে সোমবার (২ জুলাই) মুখোমুখি হয় সরফরাজ বাহিনী। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘটে অঘটন। মাঠের পারফরম্যান্স দেখে মনেই হচ্ছে না সরফরাজরা যে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান। অজি বোলারদের তাণ্ডবে ১১৬ রাানে থেমে যায় নাম্বার ওয়ানরা। জবাবে এক উইকেট হারিয়ে ৫৫ বল হাতে রেখে নির্দিষ্ট গন্তব্যে পৌছায় ফ্রিঞ্চ বাহিনী। আজ প্রথমে টস জিতে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানান অজি কাপ্তান। ডাকে সাড়া দিয়ে ব্যাট করতে এসে যেন সরফরাজ বাহিনী পড়ে গেল কোনো মাইন পোতা যুদ্ধ ক্ষেত্রে। ব্যাট হাতে ওপেন করতে এসে কোনো রান না করে প্যাভিলিয়নের পথ ধরেন হাফিজ। গত ম্যাচে ৪০ বলে ৬১ করা ফখর জামান আজ দলকে করেন হতাশ। ছয় রান করে তিনিও ফিরেন ড্রেসিং রুমে। আসিফ আলী, সাদাব খান ও ফাহিম আশ্রাফের যথাক্রমে ২২, ২৯ ও ২১ রানের ফলে ১১৬ রান সংগ্রহ করে পাকিস্তান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো জামেলায় পড়তে হয়নি অজি ব্যাটসম্যানদের। ১০:৫ বল খেলে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে মাত্রেএক উইকেটের বিনিময়ে। আর্চি শর্ট ১৪ বলে ১৫ করে কাটা পড়েন। অজি কাপ্তান অপরাজিত ৩৩ বলে ৬৮ এবং ট্রিভিস হেড ১৮ বলে ২০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন। সূত্র: গোনিউজ২৪ আর/০৭:১৪/০৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2z3znF7
July 03, 2018 at 02:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top