সালাহর হাত ধরে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে ওঠার সুযোগ পায় মিসর। বলা যায় তার একার চেষ্টায় অসাধ্যকে সাধন করে বিশ্বকাপ বাছাই পর্ব টপকাতে সক্ষম হয় নীল নদের দেশটি। যদিও বিশ্বকাপের আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরিতে পড়ায় সালাহকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। লিভারপুল অধিনায়ক রামোসের কড়া ট্যাকেলে হাতে ব্যাথা পেয়ে বসেন তিনি। তাই ডাক্তার তাকে মাঠে ফেরার সময় সীমা বেধে দেন। ডাক্তারের বেধে দেয়া সময় হিসেবে প্রায় সাত থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা মিসর তারকার। কিন্তু ডাক্তারের সেই ভয়-ভীতি আর শঙ্কাকে উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের আগে বিশ্বকাপে নিজ দলের সঙ্গে যোগ দেন সালাহ। তার অংশগ্রহণের পরও চলতি আসরে খুব খারাপভাবেই যাত্রা শুরু করে মিসর এবং গ্রুপ পর্বে তিনম্যাচের সবকটিতে হেরে ২১তম আসর থেকে বাদ পড়ে। আসরে দলের হয়ে দুটি গোল করেন সালাহ। ক্লাব ফুটবলের মতো জাতীয় দলের হয়েও রাশিয়ায় একই কায়দায় ফুটবল উপহার দেন সালাহ। যার ফলসূতিতে বিশ্বকাপ পর্ব শেষ হতেই লিভারপুল তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করে ফেলে। নতুন চুক্তিতে ক্লাবটির হয়ে ২০২৩ সাল পর্যন্ত খেলবেন তিনি। প্রসঙ্গত, গেল সিজনে জাতীয় দলের হয়ে ৪৪ গোল করেছেন সালাহ। যার কারণে গোল্ডেন বুট ও গোল্ডেন বল পাওয়ার অপেক্ষায় তিনি। এদিকে নতুন চুক্তি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত সালাহ। ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ক্লাব লিভারপুলকে। সূত্র: গোল.কম আর/০৭:১৪/০৩ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KwjhJK
July 03, 2018 at 02:31PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন