ঢাকা, ০১ জুলাই- ছোট ও বড় পর্দার একসময়ের জনপ্রিয় তারকা ইপসিতা শবনম শ্রাবন্তীর সংসার ভাঙার পথে। গত ৭ মে তাকে তালাকের নোটিশ পাঠিয়েছেন তার স্বামী মোহাম্মদ খোরশেদ আলম। জানা গেছে, বগুড়া সদরের কালীতলার শিববাড়ি সড়কে শ্রাবন্তীর বাবার বাসার ঠিকানায় এই নোটিশ পাঠানো হয়। শ্রাবন্তী দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রপ্রবাসী। গত ২৫ জুন তিনি দেশে ফিরেছেন। এখন আছেন বগুড়ায়। জানালেন, যুক্তরাষ্ট্রে থাকতেই স্বামীর পাঠানো তালাকের এই নোটিশের খবর পেয়েছেন শ্রাবন্তী। এরপর দ্রুত দুই মেয়েকে সঙ্গে নিয়ে দেশে এসেছেন। তাদের বড় মেয়ে রাবিয়াহ আলমের বয়স সাত আর ছোট মেয়ে আরিশা আলমের সাড়ে তিন বছর। এরই মধ্যে গত ২৬ মে রাজধানীর খিলগাঁও থানায় তিনি স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন আর যৌতুকের মামলাও করেছেন। শ্রাবন্তী এ বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সামনে। এবার এ বিষয়ে মুখ খুলেন শ্রাবন্তীর স্বামী মোহাম্মদ খোরশেদ আলম। বুধবার দুপুরে বলেন,ডিভোরর্স পেপার পাঠিয়েছি। তবে আমার বিরুদ্ধে কোনো মামলা করেছে কি না এ বিষয়ে আমার কিছু জানা নেই। আমাকে কিছু বলেনি। একসঙ্গে থাকার জন্য পারিবারিক ভাবে আমরা অনেক চেষ্টা করেছি। সবরকম চেষ্টা করেই আমরা ব্যর্থ। এরপর ডিভোর্সের এই সিদ্ধান্তেও পারিবারিক ভাবেই এসেছি। আপনাদের দুটি সন্তান আছে তাদের কী হবে? মোহাম্মদ খোরশেদ আলম বলেন,তাদের প্রতি বাবা হিসেবে আমার যে দায়িত্ব সেটা পালন করতে আমি সব সময়ই প্রস্তুত। আইন গত ভাবে মায়ের অধিকার বেশি থাকে। ওদের মা যদি মনে করেন সন্তানের দায়িত্ব আমাকে দিয়ে দিবেন আমি খুবই উৎসাহের সাথে গ্রহন করতে প্রস্তুত। এ ছাড়া তাদের সব রকম ভাবে সহযোগীতা করার জন্য আমি সব সময়ই প্রস্তুত আছি। শ্রাবন্তীর বিরুদ্ধে স্বামী হিসেবে তার প্রধান অভিযোগ কী? জানতে চাইলে খোরশেদ আলম বলেন, এটাই বলা শোভনীয়, আমাদের ভেতরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, আস্থার জায়গাটা নষ্ট হয়ে গেছে, যেটা এক সাথে থাকলে আরও ধ্বংশ প্রাপ্ত, আরও খারাপ দিকে যাবে বলে আমি মনে করছি। আপনার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করেছেন শ্রাবন্তী? মেয়েটি নাকি মালয়েশিয়ায় থাকে? এর উত্তরে তিনি বলেন,আমার মায়ের চিকিৎসার জন্য মালয়েশিয়া গিয়েছিলাম। তখন ওই মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। এর বেশি কিছু না। শ্রাবন্তী এ ব্যাপারকে বড় করে দেখেছে। তবে সব মিলিয়ে শ্রাবন্তী যা বলেছেন এই বিষয়ে তাতে করে মনে হয়েছি সংসারটা বাঁচানোর প্রতি তারও আগ্রহ আছে। বিশেষ করে আপনাদের দুটি সন্তানের জন্যও আপনারা এক সঙ্গে থাকতে পারেন। এ বিষয়ে কী বলবেন? এর উত্তরে খোরশেদ আলম বলেন,আমি কোনো বিষয়ে কারও বিরুদ্ধেই নেগেটিভ কথা বলতে চাই না। সে যেই আকুতি প্রকাশ করেছে, এই সব জাইগাগুলো আমি এর আগে অনেকবার অতিক্রম করে এসেছি। এই কথাগুলোর উপরে আমার ভরসা নষ্ট হয়ে গেছে। আমি সাত বছর তো সংসার করেছি। এই ধরণের বিষয় অনেকবার হয়েছে। আস্থাটা নষ্ট হয়ে গেছে। শ্রাবন্তির সঙ্গে সাত বছরের সংসার করার অভিজ্ঞতা ও সাম্প্রতিক সময়ে তার আচরণ থেকে মনে হয়েছে এ ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। উল্লেখ্য, ২০১০ সালের ২৯ অক্টোবর ইপসিতা শবনম শ্রাবন্তী ও মোহাম্মদ খোরশেদ আলম সংসার জীবন শুরু করেন। এখন ভেঙে যাওয়ার পথে সেই সংসার।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MBVQuR
July 01, 2018 at 10:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top