সকল ধর্মাবলম্বীর জন্যই খোলা পুরীর মন্দির

ভুবনেশ্বর, ৫ জুলাইঃ কোনো ধর্মীয় বাধা রইল না। এবার থেকে যে কোনো ধর্মাবলম্বী মানুষই পাবেন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশাধিকার। বৃহস্পতিবার এই মর্মে পুরী মন্দির কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।

স্পষ্ট বলা হয়েছে, মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়ার আগে কারোর ধর্ম দেখা যাবে না। কেউ পুরীর মন্দির দর্শন করতে চাইলে, তাকে নিরাশ করা যাবে না। বিচারপতি একে গোয়েল ও বিচারপতি আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চ এই মর্মে রায় দেয়। রায়ে আরও উল্লেখ করা হয়, অন্যান্য মন্দিরের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য।
সম্প্রতি নজরে আসে, পুরীতে প্রচুর বিদেশি এলেও, তাঁদের জগন্নাথদেবের মূল মন্দির দর্শন করতে দেওয়া হয় না। অন্য ধর্মাবলম্বীরাও সেখানে প্রবেশের অনুমতি পান না। পুরী মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সম্প্রতি আদালতের শরণাপন্ন হন মৃণালিনী পাধি। সেই পিটিশনের প্রেক্ষিতেই এদিন রায় দেয় সুপ্রিম ডিভিশন বেঞ্চ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2lXPL0I

July 05, 2018 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top