ওদলাবাড়ি, ৬ জুলাইঃ গত দুরাত ধরে বুনো হাতির তান্ডব চলল মংপং সংলগ্ন ৬ একর বনবস্তিতে। বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ টি বাড়ি, ক্ষেতের ফসল। জানা গিয়েছে, হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে এক বনকর্মীর বাড়ির কিছু অংশও। বিষয়টি চিন্তার বলে জানিয়েছেন কালিম্পং বন উন্নয়ন নিগমের ডিভিশনাল ম্যানেজার অ্যাঞ্জেলা ভুটিয়া। তিনি বলেন, এলাকাটি বুনো হাতিদের করিডোর হওয়ায় হাতির আক্রমনের হাত থেকে বনবাংলো,বনকর্মী সহ বস্তির বাসিন্দাদের রক্ষা করতে আমরা অতিমাত্রায় সতর্ক রয়েছি। প্রতিনিয়ত হাতিদের গতিবিধির ওপর নজর রেখে চলেছেন বনকর্মীরা।
সংবাদদাতাঃ অনুপ সাহা
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KUn53A
July 06, 2018 at 12:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন