ইউটিউবকে জরিমানা করল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১০ জুলাইঃ দিল্লির এক ডাক্তারকে নিয়ে করা আপত্তিজনর পোস্ট না সরানোয় ইউটিউবকে সাড়ে ৯ লক্ষ টাকা আর্থিক জরিমান করল দিল্লি হাইকোর্ট।

বিচারপতি নাজমি ওয়াজিরি আদালতের অমূল্য সময় নষ্ট করার জন্য ইউটিউব কর্তৃপক্ষকে শুনানি-পিছু ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এখনও পর্যন্ত ৯টি শুনানি হয়েছে। ‌
২০১৫ সালের জুন মাসে ট্রায়াল কোর্ট ইউটিউব ও গুগলকে চ্যানেল থেকে আপত্তিজনক ওই পোস্টটি মুছে দিতে নির্দেশ দিয়েছিল। কিন্তু, তবুও মানা হয়নি আদালতের নির্দেশ।

কোম্পানির তরফে আদালতকে জানানো হয়, প্রযুক্তিগত কারণে তাদের পক্ষে পোস্টটি ইউটিউব থেকে পাকাপাকি ভাবে ডিলিট করা সম্ভব নয়। তবে, ডাক্তারের বিরুদ্ধে বিতর্কিত ওই পোস্টটি যাতে ভারতে অ্যাকসেস না-করা যায়, সেটি তারা নিশ্চিত করেছেন।
উচ্চ আদালতে ইউটিউব কর্তৃপক্ষ জানায়, মেইন সার্ভার থেকে পাকাপাকি পোস্টটি মুছে ফেলার প্রযুক্তিগত নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। ট্রায়াল আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা আপিল মামলাটিও তারা প্রত্যাহার করতে চায়। উচ্চআদালত শর্তসাপেক্ষে সেই আর্জি মঞ্জুর করে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KJEShz

July 10, 2018 at 12:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top