নদিয়া, ১০ জুলাইঃ বাংলাদেশে পাচারের সময় প্রায় ১৬ কেজি রুপোর গয়না বাজেয়াপ্ত করল বিএসএফ। জানা গিয়েছে, যার বাজারমূল্য ৬ লক্ষ ৩৮ হাজার টাকা। মঙ্গলবার নদিয়ার হালদারপাড়া সীমান্ত থেকে এই গয়না বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর ১১৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তল্লাশি শুরু করে। সেই সময় দু’জন সন্দেহভাজনকে দেখা যায় বাংলাদেশের দিক থেকে এপারে আসছে। এপারে থাকা কয়েকজন ব্যক্তি চারটি প্যাকেট বাংলাদেশের দিকে ছুড়ে দেয়। তাদের তাড়া করা হলে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ৬৯৬ টি রুপোর অ্যাঙ্কলেট, ৩১৬টি পাথর বসানো রুপোর অ্যাঙ্কলেট এবং ৬৮৬ টি রুপোর ঘুঙুর উদ্ধার করা হয়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া গয়নাগুলি শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2N0tlr4
July 10, 2018 at 12:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন