পানাজি, ২৬ জুলাইঃ পাঠ্যবইয়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ছবির পরিবর্তে বসানো হল স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের ছবি। গোয়ার দশম শ্রেণির সমাজবিজ্ঞানের বইয়ে এমন কাণ্ড দেখা গিয়েছে। এর বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই।
গোয়ার এনএসইউআইয়ের প্রধান আহরাজ মোল্লা বুধবার অভিযোগ করেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে মানুষের মনে আরএসএসের আদর্শকে ঢুকিয়ে দিতে চাইছে। এটা খুবই দুঃখের কথা যে, পাঠ্যবই থেকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দিয়ে সেখানে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক সভরকরের ছবি বসিয়েছে বিজেপি। গোয়া শিক্ষা দপ্তরের পাঠ্যবইতেও এই পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।
ক্ষোভ বেড়েছে পড়ুয়াদের মধ্যেও। কংগ্রেস ছাত্র সংসদের এক নেতা বলেন, ‘আগামীদিনে মহাত্মা গান্ধীর ছবিও সরিয়ে দেওয়া হবে। বিজেপি স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের অবদানকে অস্বীকার করার চেষ্টা করছে, স্বাধীনতার পর ৬০ বছরে ভারতের ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা করছে। আমাদেরকে আশ্বাস দিতে হবে যে ইতিহাসকে বিকৃত করা যাবে না। আমাদের পূর্বপুরুষরা দেশের স্বাধীনতার জন্য লড়েছেন এবং তাকে বাস্তবে পরিণত করেছে কংগ্রেস।’ কংগ্রেসের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি শীঘ্রই ফের পাঠ্যবইয়ে নেহেরুর ছবি না ছাপা হয় তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবে।
আহরাজ মোল্লা বলেন, ‘আমি গোয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, কিন্তু তিনিও আরএসএসের আদর্শে অনুপ্রাণিত। তিনি কখনই জওহরলাল নেহেরুর ছবি পুনরায় পাঠবইয়ে ফিরিয়ে আনবেন না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাব।’
জানা গিয়েছে, দশম শ্রেণির ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের একত্রিত বই ‘ইন্ডিয়া অ্যান্ড দ্য কনটেম্পররি ওয়ার্ল্ড ২-ডেমোক্রেটিক পলিটিক্স’-এ এই ছবি পরিবর্তন হয়েছে। এই বইয়ের ৬৮ নম্বর পাতায় মহাত্মা গান্ধী ও মৌলানা আজাদের সঙ্গে জওহরলাল নেহেরুর ছবি ছিল। নেহেরুর ছবির পরিবর্তেই স্বাধীনতা সংগ্রামী বিনায়ক সভরকরের ছবি বসানো হয়েছে।
এর আগে মহারাষ্ট্রের সিলেবাসে নরেন্দ্র মোদির জীবনকাহিনি সংক্রান্ত বই পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার, তা নিয়েও বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OisXpm
July 26, 2018 at 06:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন