ঋণখেলাপ মামলায় বিজয় মালিয়ার আবেদন খারিজ করল ইংল্যান্ডের আপিল কোর্ট

লন্ডন, ২৬ জুলাইঃ লন্ডনের আদালতে বড়ো ধাক্কা খেলেন বিজয় মালিয়া। হাইকোর্টের রায় খতিয়ে দেখে মালিয়ার বিরুদ্ধে রায় দেয় আপিল কোর্টের বিচারকমণ্ডলী। লন্ডনের এক শীর্ষ আইনজীবী কার্তিক মিত্তল জানান, ব্রিটিশ আইনে কেউ যথেচ্ছবার আবেদন করতে পারেন না। এটা নিয়ন্ত্রিত। তিনি বলেন, কোনও পক্ষকে মূল আদালত অথবা আপিল কোর্ট যদি আবেদন করার মান্যতা দেয় তবেই সেই সংশ্লিষ্ট পক্ষ আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, ভারতীয় ব্যাংকগুলি থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা ফেরত না দিয়ে দেশ ছেড়ে ব্রিটেনে গিয়ে আস্তানা গড়েন মালিয়া। টাকা ফেরত পাওয়ার জন্য ব্রিটিশ উচ্চ আদালতে তাঁর বিরুদ্ধে ১৩টি ভারতীয় ব্যাংকের একটি কনসর্টিয়াম মামলা দায়ের করে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NMxkIh

July 26, 2018 at 06:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top