ঢাকা, ২৬ জুলাই- জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। দীর্ঘদিন ধরেই তিনি মুগ্ধতা দিয়ে চলেছেন টিভি দর্শকদের। আজ ২৬ জুলাই তার জন্মদিন। দেশে বিদেশের পক্ষ থেকে রইলো অনেক শুভেচ্ছা। এ উপলক্ষে আজ তারিন নিজের ফেসবুকের কভার ফটোতে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় এবারের জন্মদিনটি তিনি যুক্তরাষ্ট্রেই পালন করছেন। জন্মদিনে তারিনের সঙ্গে দেখা গেল তারকা দম্পতি টনি ডায়েস-প্রিয়া ডায়েস, সাবেক অভিনেত্রী কুমকুম হাসানসহ তার আরও এক বান্ধবীকে। ২৬ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বোর্ডওয়াক ক্যাফে নামের একটি রেস্তোরাঁর সামনে তোলা ছবিটি পোস্ট করে ক্যাপশনে তারিন লিখেন, কিছু সম্পর্ক আছে যা কখনোই পরিবর্তন হয় না। তারিনের সঙ্গে তোলা ছবিগুলো ফেসবুকে পোস্ট করে তার ক্যাপশনে অভিনেত্রী তানভীন সুইটি লিখেন, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, আদর এবং ভালোবাসা আমার ছোট বোনটাকে। তুমি সবসময় ভালো থেকো, সুন্দর থেকো। জীবন তোমার আরও আনন্দের হোক। শুভ জন্মদিন। অভিনেতা টনি ডায়েস তারিনের সঙ্গে তোলা ছবিটি ফেসবুকে পোস্ট দিয়ে তারিনকে ট্যাগ করে লিখেন, শুভ জন্মদিন তারিন। অনেক অনেক ভালোবাসা। তারিন বলেন, জন্মদিনে বিশেষ কিছু চাওয়ার নেই আমার। শুধু সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বাবা মাকে দীর্ঘজীবী করেন এবং সুস্থ-সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন। কারণ আমার বাবা মাই আমার পৃথিবী। তারিন জাহানের জন্মস্থান নোয়াখালী। ১৯৮৫ সালে জাতীয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ নতুন কুঁড়ি-তে অভিনয়, নাচ এবং গল্প বলাতে প্রথম হন। তখন থেকেই তিনি শিশু শিল্পী হিসাবে ছোট পর্দায় কাজ শুরু করেন। তিনি ওস্তাদ হাসান ইকরাম উল্লাহর কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন। পরবর্তীতে নাচ, মডেলিং আর অভিনয়ে জনপ্রিয় হলেও সংগীত নিয়ে তেমন নিয়মিত ছিলেন না তারিন। তবে ২০১১ সালের ঈদ উল আযহায় আকাশ দেব কাকে শিরোনামে প্রথম একক অ্যালবাম বের করেন। সেখানে ১০টি গান ছিল যার মধ্যে ৪ টি দ্বৈত। এই দ্বৈতগানগুলো তিনি কলকাতার রাঘব চ্যাটার্জী ও রূপঙ্কর বাগচী এবং বাংলাদেশের ইবরার টিপু ও তপন চৌধুরীর সঙ্গে গেয়েছিলেন। এছাড়া স্বপ্নগুলো জোনাক পোকার মতো নাটকের শিরোনাম গানেও কণ্ঠ দিয়েছিলেন অনেক আগে। তবে অভিনেত্রী তারিনের সাফল্যের গল্প অনেক বড়। হুমায়ূন আহমেদের এইসব দিন রাত্রি ধারাবাহিক নাটকে প্রথম শিশু চরিত্রে অভিনয় করেন। তারপর তিনি ১৯৮৮ সালে শহীদুল্লাহ কায়সারের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ধারাবাহিক নাটক সংসপ্তকে-ও শিশু চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথমবারের মতো প্রধান চরিত্রে অভিনয় করেন তৌকির আহমেদের সঙ্গে কাঁঠাল বুড়ি নামের নাটকে। এটি ছিলো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত প্রথম নাটক। টিভির সঙ্গে সঙ্গে চলচ্চিত্রেও পা রেখেছেন তারিন। পিরীত রতন পিরীত ধন এবং কাজলের দিনরাত্রি নামের দুটি ছবিতে তিনি কাজ করেছেন। তারমধ্যে কাজলের দিনরাত্রি ছবিটি ২০১৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়। অভিনয়ের পাশাপাশি নৃত্য ও বিজ্ঞাপনের মডেলিংয়েও দারুণ জনপ্রিয়। প্রায় সময়ই তাকে নানা রকম অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। হাজির হন বাহারি সব পণ্যের বিজ্ঞাপনেও। তারিনের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে যেখান থেকে একাধিক জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মিত হয়েছে। সাফল্যের এই জয়যাত্রা অব্যাহত থাকুক মিষ্টি হাসির দুর্দান্ত অভিনত্রেী তারিনের-এই প্রত্যাশা চিরকাল। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/২৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LrtKpW
July 27, 2018 at 12:36AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top