ঢাকা, ১১ জুলাই- উপরের ছবিতে বাম পাশের জন রায়ান কুক। এই নামটা একেবারেই অপরিচিত বাংলাদেশের ক্রিকেট বোদ্ধাদের কাছে। কিন্তু এটাও সত্য আগামী কদিনের মধ্যে পরিচিত এক নাম হয়ে উঠবেন কুক। কেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার কাঁধেই জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দিয়েছে। ২২ গজের ক্রিকেটে বেশিদিন টানতে পারেননি নিজেকে তবে রায়ান কুক খেলেছিলেন দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে। ক্রিকেটে তার অভিজ্ঞতা এতটুকুই। কিন্তু কাজ করছেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার গ্যারি ক্যারেস্টেনের ক্রিকেট একাডেমীতে। এখানে তিনি প্রধান কোচের দায়িত্বে আছেন। এর আগে দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের স্পেশাল কনসালটেন্ট হিসেবে। কাজ করেছেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগ বিগব্যাশে হোবার্ট হ্যারিক্যান্স এর হয়ে। বিসিবির একটি সূত্র জানিয়েছে গ্যারি ক্যারেস্টেনের পরামর্শেই রায়ানকে ফিল্ডিং কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। সূত্র: আরটিভি অনলাইন আর/১০:১৪/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JiUrY2
July 12, 2018 at 04:56AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top