ভারতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ড সফরে। সীমিত ওভারের সিরিজ শেষ, কদিন বাদে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজ শুরুর আগে সময়টা পরিবারের সান্নিধ্যে কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন তারকা যুগল বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কোহলি ও আনুশকা সম্প্রতি লিডস থেকে লন্ডনে গেছন ট্রেনে করে। দুজনকে একসঙ্গে শপিং করতে দেখা গেছে। আর শপিং শেষে ইংল্যান্ডের রাস্তায় গাড়িতে বসেই কোহলির টুইটে নজর কাড়ে সবার। যা দেখে অনেকে বলছেন, বিরুশকার নয়া প্রেম যেন ঝড় তুলেছে। গতকাল শুক্রবার ডিনার করতে নিয়ে একটি ছবি টুইট করে কোহলি লিখেছেন, খাওয়ার সময়, সেরার সঙ্গে । এদিকে এই কদিন আগে নতুন হেয়ার স্টাইল নিয়ে ট্রোলডের শিকার হয়েছিলেন কোহলি। গত মঙ্গলবার আনুশকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন কোহলি। সেই ছবিতে দেখা গেছে, ভারতীয় অধিনায়কের গালে চুম্বন দিচ্ছেন বলিউড তারকা। আর এই ছবি টুইট করার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে পুরো দুনিয়া। শুধু চুম্বন নয়, নতুন হেয়ার স্টাইলের কারণে ভাইরাল হয় ছবিটি। সূত্র: এনটিভি এমএ/ ০৮:০০/ ২১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Lh4Rxu
July 22, 2018 at 02:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top