নাচোলে পত্রিকা বিক্রেতাকে লেখাপড়ায় সহায়তা দিল এনএসএ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দৈনিক লাল গোলাপ পত্রিকা বিক্রি করেন হাবিব আহমেদ শান্ত। বাড়ি শিবগঞ্জ উপজেলার একবরপুর গ্রামে। বাবা ইসাহাক আলী কৃষিকাজ করে দিনাতিপাত করেন। শান্তরা তিন ভাইবোন। নাচোল মধ্যবাজারে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে হাবিব আহমেদ শান্ত। নাচোল মাক্তাপুর কারিগরি স্কুলে নবম শ্রেণীতে অধ্যয়নরত শান্ত অর্থাভাবে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করতে পারছিল না। বিষয়টি জানতে পেরে নাচোল সাংবাদিক    অ্যাসোসিয়েশন-এনএসএ শান্তর পাশে দাঁড়ায়। রেজিস্ট্রেশনের পুরো খরচ শান্তর হাতে তুলে দেয়া হয়।
শুক্রবার রাতে এনএসএ’র কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বনভোজন শেষে শান্তর হাতে সহায়তার অর্থ তুলে দেন নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান ঝালু, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য রয়েল বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমেদ, নাচোল থানার সেকেন্ড অফিসার এসআই রেজাউল করিম, দৈনিক যুগান্তরের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন নাহিদ, ইউএস-এইডের সাবেক কর্মকর্তা নাদিম রেজা প্রমুখ।
এ সময় নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশন শান্তর আগামীতে এসএসসি পরীক্ষার যাবতীয় খরচ প্রদানের আশ্বাস দেয়।

 চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক নাচোল/ ২১-০৭-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2uT4bDk

July 21, 2018 at 11:02AM
21 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top