শ্রীনগর, ১ জুলাই ঃ টানা বৃষ্টিতে ঝিলম নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিল কাশ্মীরে। এর জেরে জলমগ্ন হয়ে পড়েছে দক্ষিণ ও মধ্য কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। আগাম সতর্কতা হিসাবে বন্ধ রাখা হয়েছে রাজ্যের স্কুলগুলি। বন্যা পরিস্থিতির জেরে ব্যাহত অমরনাথ যাত্রাও।
রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ঝিলমের জলস্তর ২১ ফুট ছুঁয়েছে, যা বন্যা পরিস্থিতির সামিল। এরপরই প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা পাঠানো হয়। আরও বৃষ্টি হলে, বিভিন্ন এলাকার বাসিন্দাদের যাতে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, তার জন্য তৈরি থাকতে বলা হয়েছে প্রশাসনের বিভিন্ন বিভাগকে।
গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত চলছে ভূস্বর্গে। অনন্তনাগে এখনও পর্যন্ত প্রায় ৬৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। তবে আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। দু-তিন দিনের মধ্যেই আবহাওয়ার উন্নতির কথা জানিয়েছে তারা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NaziCy
July 01, 2018 at 11:43AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন