কলকাতা, ০১ জুলাই- কলেজ ভরতি করানোর নাম করে একটি শ্রেণি ছাত্রছাত্রীদের কাছ থেকে দেদার টাকা তুলছে। এই অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তারপরই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার এই ধরণের একটি অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে দুই ছাত্রনেতাকে আটক করা হল উত্তর কলকাতা থেকে। শ্রীশচন্দ্র কলেজে ভরতি করিয়ে দেওয়ার নাম করে এই দুজন টাকা তুলছিল বলে অভিযোগ ওঠে৷ এদিন ধৃতদের পাকড়াও করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ৷ অভিযোগ খতিয়ে এদিন ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে৷ তৃণমূল ছাত্র সংগঠনের একাংশের বিরুদ্ধে টাকার বিনিময়ে ছাত্র ভরতির অভিযোগ ওঠায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ এহেন অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ যাতে উপযুক্ত ব্যবস্থা নেয়, তার ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলেজে ভরতি মরসুম শুরু হওয়ার পর থেকেই কলকাতার একাধিক কলেজে বেনিয়মের অভিযোগ উঠেছে৷ টাকা নিয়ে সিট বিক্রি করারও অভিযোগ উঠতে শুরু করেছে৷ শহর কলকাতার একাধিক কলেজে ভুগোলে অনার্সের সিট প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে৷ ভরতির মরসুমে কলেজে-কলেজে এহেন অভিযোগ ওঠায় শনিবার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রের খবর, কলেজে ভরতির সময় কোনও বহিরাগত যেন কলেজ চত্বরে উপস্থিত না থাকে, তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে৷ এ বিষয়ে কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও সোমবার থেকে কলকাতার প্রতিটি কলেজের সামনে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কোনও ছাত্র-ছাত্রী অথবা অভিভাবক যদি থানায় অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগ দ্রুত খতিয়ে দেখার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KmCpd3
July 01, 2018 at 05:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top