থাইল্যান্ডের গুহা অভিযানে সাফল্যের চাবি ভারতীয় প্রযুক্তি

নয়াদিল্লি ও ব্যাংকক, ১১ জুলাইঃ  থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ১২ জন কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে ব্যবহার হয়েছে ভারতীয় প্রযুক্তি। এদেশের সংস্থা কির্লোস্কার ব্রাদার্সের তৈরি পাম্পের সাহায্যেই গুহার জলস্তর কমানো সম্ভব হয়েছিল। উদ্ধারকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সংস্থার কর্মী ও থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস।

গুহায় ফুটবলাররা আটকে পড়ার পরেই ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কির্লোস্কার ব্রাদার্স। দূতাবাসের মাধ্যমে থাই সরকারের কাছে সাহায্যের প্রস্তাব দেয় তারা। ভারতীয় দূতাবাসের পরামর্শে কির্লোস্কারের সাহায্য নিতে রাজি হয় থাইল্যান্ড প্রশাসন। এর পরেই ভারত ও ইংল্যান্ড থেকে সংস্থার প্রশিক্ষিত কর্মীদের যন্ত্রপাতি সহ থাইল্যান্ডে পাঠানো হয়। তাদের সঙ্গে কির্লোস্কারের স্থানীয় কর্মীরাও যোগ দেন। থাই প্রশাসন ও বিশেষজ্ঞদের সাহায্যে জলস্তর কমানোর কাজ চালিয়েছে দলটি। ৫ জুলাই থেকে গুহা থেকে জল বের করার কাজ শুরু হয়। জল কমার পর গুহা থেকে কিশোরদের বের করে আনার কাজ শুরু করেন উদ্ধারকারীরা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2u9xt12

July 11, 2018 at 11:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top