কাপড় দিয়ে ভাঙা লাইন জোড়ার অভিযোগ

মুম্বই, ১১ জুলাইঃ রেললাইনের ভাঙা অংশ কাপড় দিয়ে বাঁধার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কাপড় দিয়ে লাইন সারাইয়ের অভিযোগ খারিজ করে দিয়েছে রেল। মধ্যরেলের বক্তব্য, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ গোবান্দি ও মানখুর্দের মাঝে রেললাইনে ফাটল নজরে আসে। আধঘণ্টার মধ্যেই লাইনটি সারিয়ে ফেলা হয়। ভিডিয়োতে ভাঙা অংশে যে কাপড় বাঁধতে দেখা গিয়েছে তা সারাইয়ের জন্য নয়। ভাঙা অংশটি চিহ্নিত করতেই কর্মীরা সেটিকে কাপড়ে মুড়ে দিয়েছিলেন বলে দাবি রেলের।

বিবৃতি জারি করে রেল বলেছে, ক্ষতিগ্রস্ত অংশটি রং দিয়ে চিহ্নিত করলে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই রংয়ের বদলে কাপড় ব্যবহার করা হয়েছিল। নিয়ম মেনেই সারাইয়ের কাজ হয়েছে। যাত্রী নিরাপত্তার সঙ্গে আপসের অভিযোগ ভিত্তিহীন বলেও জানিয়েছে রেল। যদিও কাপড় বাঁধা লাইনের উপর দিয়েই একটি ট্রেনকে যেতে দেখা গিয়েছে। রেলের দাবি মানতে রাজি নন সমাজকর্মী সমীর জাভেরি। রেলের নিরাপত্তা কমিশনারকে দিয়ে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L7Y9pa

July 11, 2018 at 10:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top