ঢাকা, ০১ জুলাই- সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপ থেকেই দারুণ ফর্মে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতকে হারিয়ে এই প্রথমবারের মতো কোনো বড় আসরের শিরোপা জিতেছে সালসারা। চলতি আয়ারল্যান্ড সফরেও সেই ফর্ম ধরে রেখেছে শামীমা-জাহানারারা। ইতিমধ্যেই ৩ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগ্রেসরা। এবার সিরিজের শেষ ম্যাচেও জয়ের লক্ষ্যে মাঠে নামবে সালমা-শুকতারারা। আত্মবিশ্বাসে নেই কোন কমতি। পাশাপাশি দুর্দান্ত ফর্মে আছে লাল সবুজের প্রতিনিধিরা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ডাবলিনে দুদলের শেষ ম্যাচটি শুরু হবে রোববার (১ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এখন পর্যন্ত কোনো দলকে হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলতে পারেনি সালমারা। বিদেশের মাটিতে তো বটেই প্রথম বারের মতো কোনো দলকে হোয়াইট ওয়াশ গৌরব অর্জন করতেই রবিবার মাঠে নামবে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নারী ক্রিকেট দলও স্বপ্ন দেখছে ইতিহাস গড়ার। ওই ভাবেই পরিশ্রম করে যাচ্ছে সালমা-রুমানারা। ব্যাটিংয়ে যেমন ধারাবাহিক পারফরম্যান্স করছেন শামিমা, ফারজানা, নিগার সুলতানারা। তেমনি বোলিংয়ে আলো ছড়াচ্ছেন জাহানারা, কুবরা ও নাহিদারা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tP63w8
July 01, 2018 at 05:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top