সোচি, ১ জুলাই ঃ রাশিয়ায় একই দিনে ইন্দ্রপতন। বিশ্বকাপের সবচেয়ে বেশি আলোচিত দুই নাম একই দিনে বিদায় নিলেন। মেসি-রোনাল্ডো। বিশ্বকাপ শুরুর আগে থেকেই এই দুই মহাতারকার দ্বৈরথ নিয়ে খরচ হয়েছে লক্ষ লক্ষ নিউজপ্রিন্ট। কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালের বেশি এগোতে পারলেন না কেউই। শনিবাসরীয় সন্ধ্যায় কাজানে ফ্রান্সের কাছে বিদায় নেন লিওনেল মেসি। রাতের খেলায় তাই সকলের নজর ছিল রোনাল্ডোর দিকে। কিন্তু হতাশ করলেন তিনিও। সোচির ফিশট স্টেডিয়ামে ৭ মিনিটের মধ্যেই দুরন্ত হেডে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন এডিনসন কাভানি। পোর্তুগাল প্রথমার্ধে চেষ্টা করে গেলেও উরুগুয়ের ডিফেন্স ভাঙতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে পোর্তুগালের হয়ে সমতা ফেরান পেপে। সকলেই যখন নতুন করে আশায় বুক বাঁধছেন, ৬২ মিনিটে ফের গোল করে পোর্তুগিজদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দেন কাভানি। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-উরুগুয়ে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IEect1
July 01, 2018 at 11:13AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন