সিলেট, ২৯ জুলাই- বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হতে যাচ্ছে সিলেট। চলতি বছরের শেষের দিকে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৩-৭ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই বছরই ওয়ানডে ক্রিকেটেও অভিষেক হবে সিলেট ভেন্যুর। আগামী ১৪ ডিসেম্বর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে ম্যাচ সিলেটে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে এখন পর্যন্ত সাতটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ছয়টি ছিল ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ। গত ফেব্রুয়ারিতে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। জিম্বাবুয়ে দল ঢাকায় পৌঁছাবে ১৬ অক্টোবর। ১৯ অক্টোবর বিকেএসপিতে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ২১ অক্টোবর তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকায়। সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ম্যাচ দুইটি যথাক্রমে ২৪ ও ২৬ অক্টোবর। ২৯-৩১ অক্টোবর চট্টগ্রামে স্বাগতিকদের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। সিলেটে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ নভেম্বর। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ১১ নভেম্বর। সূত্র: ঢাকাটাইমস আর/১২:১৪/২৯ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OpL6BG
July 29, 2018 at 06:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন