গায়ানা, ২২ জুলাই- তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। আজ রোববার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। টানা পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশ জয়ের জন্য মরিয়া। বেরুতে চায় পরাজয়ের বৃত্ত থেকে। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। চোট থেকে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এছাড়া ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরমেন্সের কারণে ডাক পেয়েছেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন। অন্যদিকে টেস্টের মতো ওয়ানডেতেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ দল। বিশেষ করে অভিজ্ঞ ক্রিস গেইল থাকায় আর দীর্ঘদিন পর আন্দ্রে রাসেল দলে ফেরায় নতুন প্রেরণা যোগাচ্ছে স্বাগতিকদের। ২০১৪ সালে ক্যারিবীয়দের মাঠে বাংলাদেশ দুঃস্মৃতি নিয়েই সফর শেষ করেছিল। সে সময় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এক নজরে দুই দলের সেরা একাদশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেট কিপার), জেসন মোহাম্মেদ, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিষু, আসলে নার্স, ও আলজাররি জোসেফ। বাংলাদেশ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেট কিপার), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান। সূত্র: আরটিভি অনলাইন এমএ/ ০৭:৩৩/ ২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2myIgNZ
July 23, 2018 at 01:37AM
22 Jul 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top