ম্যানসিটির বিরুদ্ধে গোল করলেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। পিছিয়ে পড়েও প্রাক-মৌসুম ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ২-১ গোলে জিতেছে লিভারপুল। বুধবার মেটলাইফ স্টেডিয়ামে শুরুটা তাতিয়ে দিয়েছিল ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে লেরয় সানের গোলে লিড পায় লিভারপুল। তখনও মাঠে নামেননি সালাহ। এই ফরোয়ার্ড রাশিয়া বিশ্বকাপে সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। গ্রুপপর্ব থেকে বিদায়ের পর এই প্রথম মাঠে নেমে দেখালেন ঝলক। বদলি হিসেবে নামার মিনিটখানেক পর দেখা দেন চিরচেনা রূপে। বিশ্বকাপের হতাশা কাটিয়ে ৫২ হাজার দর্শকের সামনে জাল কাঁপান সিটির। মাঠে নামার ৫২ সেকেন্ডে তার গোলে সমতায় ফেরে লিভারপুল। এক পর্যায়ে ড্রয়ের দিকে যাচ্ছিল ম্যাচ। শেষদিকে তাদের জয়বঞ্চিত করেন সেনেগাল ফরোয়ার্ড সাদিও মানে। যোগ করা সময়ে পেনাল্টি থেকে রেডদের জয়ের আনন্দে ভাসান ৯৪ মিনিটে। প্রথম ম্যাচেও হেরেছিল ম্যানসিটি। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে। সূত্র: যুগান্তর এমএ/ ১০:০০/ ২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LI8mw7
July 27, 2018 at 04:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top