কলকাতা, ২৭ জুলাই- হুমকি ও তোলাবাজির অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ৷ শুভঙ্কর বসু নামে ওই নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক সাংবাদিককে হুমকি দিয়েছেন এবং তার থেকে ২ লক্ষ টাকা চেয়েছেন৷ এক মহিলাকে শ্লীলতাহানি এবং বদনাম করার অভিযোগও রয়েছে শুভঙ্করের বিরুদ্ধে৷ বিজেপি সূত্রে খবর, শুভঙ্কর কোনও কালেই দলের গুডবুকে ছিলেন না৷ এর আগেও নাকি শুভঙ্করকে দল থেকে নিলম্বিত করা হয়েছিল৷ কিন্তু নতুন ভাবে ওই কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তার দায় নিতে চাইছে না দল৷ এই সম্পর্কে রাজ্য বিজেপির নেতারা মুখে কুলুপ এঁটেছেন৷ বেলঘড়িয়ার বিজেপি নেতা শুভঙ্করের বিরুদ্ধে ৩৮৭, ৩৫৪বি, ৫০৬ এবং ৫০৯ ধারায় মামলা শুরু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, অনুপ কুমার চন্দ্রে নামে এক সাংবাদিক এলপিজি দূর্নীতি নিয়ে লেখালেখি করছিলেন৷ অভিযুক্ত নেতা ওই সাংবাদিককে হুমকি দিয়ে ২ লক্ষ টাকা দাবি করেন৷ এছাড়া যে মহিলাকে অভিযুক্ত ব্যক্তি বদনাম করার চেষ্টা করেছিলেন, তিনি জুলাই মাসেই মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন৷ এই সব কিছুই বিরুদ্ধে গিয়েছে শুভঙ্করের৷ বিধাননগর পুলিশ হেপাজতে নিয়েছে ওই বিজেপি নেতাকে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ এআর/১০:১০/২৭ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2AdQmoR
July 27, 2018 at 04:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top