১৫ বছর বয়সেই পিএইচডি শুরু ইঞ্জিনিযারিংয়ে স্নাতক ভারতীয় বংশোদ্ভূত কিশোরের

 ওয়াশিংটন, ২৯ জুলাইঃ বয়স মাত্র ১৫। কিন্তু এই বয়সেই ইঞ্জিনিযারিংয়ে স্নাতক। শুরু করেতে চলেছে পিএইচডি। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এমনটাই করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরের বাসিন্দা তানিষ্ক আব্রাহাম।

তানিষ্ক বর্তমানে আমেরিকার বাসিন্দা হলেও আদতে সে ভারতীয় বংশোদ্ভূত। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ইঞ্জিনিযারিংয়ো স্নাতক স্তরের পরীক্ষায় পাস করেছে তানিষ্ক। ওই বিশ্ববিদ্যালয়েই গবেষণার সুযোগও পেয়ে যায় সে। যদিও গবেষণা শুরু করার আগেই তানিষ্ক আবিষ্কার করে ফেলেছে একটি বিশেষ যন্ত্র, যার মাধ্যমে পুড়ে যাওয়া রোগীকে স্পর্শ না করেও তার হৃৎস্পন্দন বোঝা যাবে। এবার অবশ্য মারণ-রোগ ক্যানসারের জিন নিয়ে গবেষণা করতে চায় তানিষ্ক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OsX6Cb

July 29, 2018 at 10:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top