জরিমানার টাকা তুলতে ছাগলকে নিলামে তুলল রেল

মুম্বই, ২ অগাস্টঃ নিজের পোষ্য ছাগলকে নিয়ে বিনা টিকেটেই ট্রেন যাত্রা করছিলেন এক ব্যক্তি। কিন্তু টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়তেই বাধে বিভ্রাট।  জরিমানা দেওয়ার মত টাকা না থাকায় ছাগলটি ফেলে রেখেই চম্পট দেয় ওই ব্যক্তি। আর এতেই বিপাকে পড়েন ওই টিকিট পরীক্ষক। তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। অনেক ভাবনা চিন্তার পর বের হয় সমাধান সূত্র। জরিমানার টাকা তুলতে সেই ছাগলটিকে নিলামে তোলার সিন্ধান্ত নেয় রেল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। রেলকর্মীরা  ছাগলটিকে দেখভাল করে নাম রেখেছে ‘বাসন্তী’।  রেলের তরফে বাসন্তীর নূন্যতম মূল্য রাখা হয় ৩০০০ টাকা। কিন্তু এই মূল্যে বাসন্তীকে কেউ কিনতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার সকালে ২৫০০ টাকায় ছাগলটিকে বিক্রি করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2n4Su8Z

August 02, 2018 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top