গ্রামে ফিরল শ্রমিকদের কফিনবন্দি দেহ

রায়গঞ্জ, ২ অগাস্টঃ বুধবার রাত ১১টা নাগাদ মৃত শ্রমিকের দেহ এসে পৌঁছায় রায়গঞ্জ থানায়। উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান অরিন্দম সরকার, ডিএসপি সদর প্রসাদ প্রধান, রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস। ছয়টি মৃতদেহের মধ্যে পাঁচটি মৃতদেহ রেখে দেওয়া হয় রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে। রায়গঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতের গ্রামের বাসিন্দা নাজিমুল হকের মৃতদেহ জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে রাতেই মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রাতেই মৃতদেহ কবর দেওয়ার ব্যবস্থা করেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে পাঁচটি মৃতদেহ রায়গঞ্জ ব্লক ও ইটাহার ব্লকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করা হয়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, জেলা পরিষদের সহকারি সভাধিপতি পূর্ণেন্দু দে, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস প্রমুখ। এদিন মৃতদেহ গ্রামে যেতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের আত্মীয় পরিজনরা। প্রথমে হাসান আলি(২৮)-র পরিবারের সঙ্গে কথা বলে কবর দেওয়ার ব্যবস্থা করেন। এরপর ইটাহার ব্লকের পাজলে একই পরিবারের দুই ভাই নাজিম আলি ও কৌশর আলির মৃতদেহ কবরস্থানে মাটি দেওয়ার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন ইটাহার থানার ওসি এনটি ভুটিয়া, ইটাহারের বিডিও রাজু লামা সহ প্রশাসনের কর্তারা। এরপর রায়গঞ্জের এলেঙ্গিয়া গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার আগেই হাজার হাজার গ্রামবাসী রাস্তার দু’পাশে অপেক্ষা করছিলেন। নাজিমুদ্দিন রহমান ওরফে হাবু, মইনুল হকের মৃতদেহ এলেঙ্গিয়া গ্রামের কুলিক নদীর পাড়ে কবরস্থানে মাটি দেওয়া হয়। এরপর রওনা হন ট্যাগরা গ্রামে।  মন্ত্রী গোলাম রাব্বানী এরপর সাংবাদিকদের বলেন, ‘উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে ছয় শ্রমিকের। ছয় শ্রমিকের মৃতদেহ ময়নাতদন্তের পর সেলাই না করে সংরক্ষণ বাক্সে না রেখে ছেড়ে দেওয়া হয়েছে। সেটা দায়বদ্ধতাহীনতার পরিচয় দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এর ফলে পচে গিয়েছে প্রতিটা মৃতদেহ। তিনি আরও বলেন, দিল্লি থেকে মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। তিনি মৃতদের দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন বলেছেন। পাশাপাশি বিধবা ভাতা সহ একাধিক সরকারি সাহায্য করা হবে মৃতের পরিবারকে। গোটা ঘটনা তদারকি করার দায়িত্ব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।’

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2n6MBZ8

August 02, 2018 at 09:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top