বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার ৩২তম বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

5666বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার রজতজয়ন্তী ও ২৩তম বৃত্তিপ্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদরের বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সংস্থার ব্যানারে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

রজতজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক ও সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে, পরিষদের সদস্য সচিব ও সংস্থার সাবেক সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন এবং সাবেক সভাপতি শফিক আহমদ-পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন তেলিকোনা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হোসাইন, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবদুল মুকিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ কামিল মাদরাসার শিক্ষক মাওলানা লুৎফুর রহমান গোয়াহরী, শেখ ফজিলাতুন নেছা ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী, লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবুল বশর ফারুক, তেলিকোনা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা এটিএম নুর উদ্দিন, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) সদস্য আব্বাস হোসেন ইমরান। অনুষ্ঠানে রজতজয়ন্তী ও ২৩তম বৃত্তিপ্রদান অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘সৃষ্টি সুখের উল্লাসে’র মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সাবেক সভাপতি শাহ মো. আবু ছুফিয়ান, ফয়জুল ইসলাম, মাহমুদুর রহমান, হেলাল আহমদ, হাবিবুর রহমান, জামাল উদ্দিন, আলতাফুর রহমান, আজিজুর রহমান, বর্তমান সহ-সভাপতি আজিুজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান। নাত পরিবেশন করেন হাফেজ আলীনুর। স্বাগত বক্তব্য রাখেন সৃষ্টি সুখের উল্লাসে স্মারকগ্রন্থের সম্পাদক কবি মাওলানা পিয়ার মাহমুদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, কামাল মুন্না, আক্তার আহমদ সাহেদ, আবদুস সালাম, বদরুল ইসলাম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, সাইদুল ইসলাম, আজাদুল ইসলাম, হাফেজ নাঈম আহমদ, ইব্রাহিম আলী, আলী আছকর, গালিব হোসেন এমরান, আবিদুর রহমান কাওছার, হেলাল আহমদ হাসান, কামরুল বেগ মুছা, ফারুক আহমদ, মুক্তাদির আহমদ তাসনিম, আবদুল আলিম, আবদুল্লাহ আল মামুন, হেলাল আহমদ সেবুল, আবদুল লতিফ, পারভেজ আহমদ, সাব্বির আহমদ, ইমদাদুর রহমান প্রমুখ। অনুষ্টানে ১শত ৫৪টি শিক্ষা প্রতিষ্টানের ১শত ৫৪জন শিক্ষার্থীদের হাতে বৃত্তি প্রদান করা হয়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2vTUZPw

August 11, 2018 at 08:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top