জাকার্তা, ২০ আগস্ট- এশিয়ান গেমস থেকে একদিনে দুটি সুখবর দিলো বাংলাদেশ।সকালে কাবাডিতে জয়ের পর বিকেলে হকিতে ওমানের বিপেক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে গতকাল রোববার ফুটবলে বাংলাদেশ কাতারকে হারিয়ে ইতিহাস গড়ে নক আউট পর্ব নিশ্চিত করে। অবশ্য গত মার্চে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ফাইনালে এই ওমানের কাছেই হেরেছিল বাংলাদেশ। তবে ইন্দোনেশিয়ায় মূল পর্বে সেই হারের প্রতিশোধ নিতে ভুল করেননি জিমি-চয়নরা। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই ওমানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জিবিকে হকি ফিল্ডে শুরু থেকে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ১৪তম মিনিটে গোল করে প্রথম কোয়ার্টারেই বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড আরশাদ হোসেন। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ২৩তম মিনিটে আল শাইবির গোলে সমতায় ফিরে ওমান। ম্যাচের এ গোলই যেন তাতিয়ে দেয় বাংলাদেশকে। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে লাল-সবুজ দলকে আবার এগিয়ে দেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম। পরের দুই কোয়ার্টারে আক্রমণ-প্রতি আক্রমণে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও উভয় দলই আর কোনও গোল পায়নি। তাতে জয়োল্লাসে মেতে উঠতে সমস্যা হয়নি বাংলাদেশের। মার্চে ওমানের মাটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। পাঁচ মাস পর সেই হারের প্রতিশোধ নিয়ে দেশকে দারুণ এক জয় উপহার দিলেন মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা। আগামী ২২ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে জিমি-চয়নরা। এমএ/ ০৮:২২/ ২০ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OR59IG
August 21, 2018 at 02:32AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top