শিলা-স্নেহাশীষের তিন শাবকের নাম রাখলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ৩১ অগাস্টঃ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বেঙ্গল সাফারি চালু হয়েছে। নিয়মিত আসছেন প্রচুর পর্যটকও। বেঙ্গল সাফারিতে গত ১১ মে তিন নতুন অতিথি আসে। শিলা ও স্নেহাশীষের তিন সন্তান। তারপর থেকে চলে নামকরণের পালা। ঠিক হয়নি নাম। বন দপ্তরের তরফে ওই তিন শাবকের নামকরণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়। মুখ্যমন্ত্রী তিন শাবকের নাম রাখেন কিকা, রিকা ও ইকা।

রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, আমরা গর্বিত মুখ্যমন্ত্রী নিজে বেঙ্গল সাফারির রয়্যাল বেঙ্গল টাইগারের তিন শাবকের নামকরণ করেছেন। তিনটি শাবকের মধ্যে একটি সাদা। তিন শাবকই সুস্থ। আশা করা হচ্ছে বেঙ্গল সাফারির জনপ্রিয়তা আরও বাড়বে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2opqNbN

August 31, 2018 at 07:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top