বর্ধমান, ৩১ অগাস্টঃ চালের বস্তার আড়ালে মাদকদ্রব্য ডোডা (পোস্ত দানার খোসা) পাচারের ছক বানচাল করল বর্ধমান কাস্টমস প্রিভেনটিভ ইউনিট। গোপন সূত্রে খবর পেয়ে কাস্টমস বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমান জেলার পানাগড়ের দার্জিলিং মোড়ে অভিযান চালায়। সেই সময় উত্তরপ্রদেশের নম্বরে একটা ট্রাককে আটকানো হয়। কাস্টমসের আধিকারিকরা দেখেন ট্রাক ভরতি চালের বস্তা। কিন্তু তল্লাশি চালাতেই ডোডার বস্তাগুলি উদ্ধার হয়।
কাস্টমস সূত্রে খবর, পঞ্জাবে ডোডার বস্তা পাচার করার পরিকল্পনা ছিল। ড্রাইভারকে আটক করার পাশাপাশি ওই ট্রাক থেকে ৩০ বস্তা ডোডা উদ্ধার করা হয়েছে। যার পরিমাণ সাড়ে ৭০০ কেজি। বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি। তবে কীভাবে কোথা থেকে এই মাল পাচার করা হচ্ছিল, তা তদন্ত করা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LHfoNC
August 31, 2018 at 07:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন