বোমা আতঙ্ক রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে

রায়গঞ্জ, ৩১ অগাস্টঃ বোমার মত দেখতে সন্দেহজনক এক বস্তু উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে জলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় বস্তুটি। উদ্ধার হওয়া বস্তুটি আদৌ বোমা কিনা তা জানতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার আইসি সহ ট্রাফিক পুলিশের কর্তারা। রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে। পুলিশের এক আধিকারিক বলেন, ‘আদতে সেটি বোমা কিনা বম্ব স্কোয়াড না আসা পর্যন্ত সেটি নিশ্চিত নয়।’ পুলিশ সূত্রে খবর, মালদা থেকে বম্ব স্কোয়াড বাহিনী রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ঘটনাস্থলে লোহার বেরিয়াল দিয়ে ঘিরে ফেলেছেন জেলা পুলিশের কর্তারা।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2C3PNyQ

August 31, 2018 at 07:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top