দুলাইনের বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিল, বিতর্কে কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা, ২৬ অগাস্টঃ ফের বিতর্কের কেন্দ্রে কলকাতা বিশ্ববিদ্যালয়। মাত্র দুলাইনের বিজ্ঞপ্তিতে ২৮ অগাস্টের সমস্ত পরীক্ষা বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। অভিযোগ উঠেছে, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানে যাতে ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকতে পারেন, তার জন্যই নিয়ম ভেঙে বাতিল করা হয়েছে পরীক্ষা।এসএফআই অভিযোগ করেছে, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জোর করে নিয়ে যাওয়ার জন্য়ই পরীক্ষা বাতিল করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক জয়ন্ত সিনহার স্বাক্ষর করা ওই বিজ্ঞপ্তিতে পরীক্ষা বাতিলের কোনো কারণও উল্লেখ করা হয়নি। দুলাইনের বিজ্ঞপ্তিতে তিনি লিখেছেন ২৮ অগাস্টের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ২৪ অগাস্ট। এক্ষেত্রেও অভিযোগ উঠেছে শুক্রবার কখন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে অনেকের চোখেই পড়েনি।

এসএফআইয়ের রাজ্য় সম্পাদক সৃজন ভট্টাচার্য অভিযোগ করেছেন, সরকার  শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাব্য়বস্থাকে বুলডোজ করছে। দুঃখজনক বিষয় যে শিক্ষাবিদরা ক্য়াম্পাসের দায়িত্বে তাঁরা শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে ওরা ধমক দিয়ে লোক নিয়ে যাবে। এই কারণে পরীক্ষা বাতিল করে দেওয়া হল।  এদিকে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক লগ্নজিতা চট্টোপাধ্য়ায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কোনও মন্তব্য় করতে অস্বীকার করেন।

ছবিঃ এই বিজ্ঞপ্তি নিয়েই ছড়িয়েছে বিতর্ক

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2oaJEHe

August 26, 2018 at 10:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top