মোমো আতঙ্ক এবার কলকাতার দোরগোড়ায়

কলকাতা, ২৬ অগাস্টঃ জলপাইগুড়ি,দার্জিলিং, দক্ষিণ দিনাজপুরের পর এবার মোমো আতঙ্ক হাজির খাস কলকাতার দোরগোড়ায়। শনিবার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে মোমো চ্যালেঞ্জ গেমের প্রস্তাব পান উত্তর ২৪ পরগণার সোদপুরের বাসিন্দা রাজশ্রী উপাধ্যায়৷ তিনি কলকাতার তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী৷ রাজশ্রী দেবী  ওই নম্বরের মেসেজটি না খুলে   কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে যোগাযোগ করেন৷  সাইবার ক্রাইম বিভাগ তাঁকে পরামর্শ দেয় যে মোবাইল নম্বর থেকে মোমো গেমসের ম্যাসেজ পাঠানো হয়েছে সেই নম্বরটি ব্লক করে দেওয়ার জন্য। তিনি তাঁদের কথা মত নম্বরটি ব্লক করে দেন৷ পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে জলপাইগুড়ির বাসিন্দা চার জনের ফোনে এই ধরণের মেসেজ এসেছিল। একটি ঘটনায় একজনকে আটকও করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা এক ছাত্রের ফোনেও একই মেসেজ আসে। কার্শিয়াংয়ে মোমো চ্যালেঞ্জ খেলতে গিয়ে এক স্কুলছাত্রের মৃত্যুও হয়েছিল। কিন্তু কলকাতা শহরের কাছে এই ধরণের মেসেজ এই প্রথম।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2MOh0JX

August 26, 2018 at 10:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top