জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার একদিনের মধ্যেই গ্রেফতার চার যুবক

শ্রীনগর, ২৬ অগাস্টঃ মাত্র একদিন আগেই জঙ্গি সংগঠনে যোগদানের কথা ঘোষণা করেছিল চারজন৷ আরও প্রশিক্ষণ নিতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যাওয়ার মতলব করেছিল তারা৷ কিন্তু তার আগেই ওই চার কাশ্মিরি যুবককে গ্রেফতার করল নিরাপত্তাবাহিনী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রও। চার যুবকের প্রত্যেকেই শিক্ষিত বলে জানা গিয়েছে। একজনের এমবিএ ডিগ্রিও রয়েছে।  কুপওয়ারার নাগ দাগি জঙ্গলে শনিবার রাত থেকে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ৷ তাদের কাছে খবর ছিল, এই জঙ্গলে লুকিয়ে সদ্য আল বাদর জঙ্গি সংগঠনে নাম লেখানো হান্দওয়ারার ওই চার যুবক৷ নিরাপত্তা বাহিনীকে দেখতে পেয়ে গুলি ছুঁড়তে শুরু করে ওই চারজন৷ পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী৷ কিছুক্ষণ গুলিবিনিময় চলার পর আত্মসমর্পণ করে জঙ্গিরা৷ ধৃতদের প্রত্যেকের বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে। তাদেরকে গ্রেফতার করা হয়েছে৷ শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ৷  গত ২৪ অগাস্ট এই চার যুবক আল বাদর নামে একটি জঙ্গি সংগঠনে নাম লেখায়৷ তার পরেই বন্দুক হাতে এই চারজনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2wrPUy7

August 26, 2018 at 11:04AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top