বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলার সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হল অ্যাপেল

সান ফ্রান্সিসকো, ৩ অগাস্টঃ বিশ্বের সবচেয়ে দামি সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হল মার্কিন সংস্থা অ্যাপেল। বৃহস্পতিবার অ্যাপেল-এর বাজারদর ছাড়িয়েছে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার (১ লক্ষ কোটি মার্কিন ডলার)। এর আগে কোনো মার্কিন সংস্থার বাজারদর এত ওঠেনি। সিলিকন ভ্যালির ছোট্ট গ্যারেজে প্রতিষ্ঠিত অ্যাপেল মাত্র ৪২ বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে দামি সংস্থা হয়ে উঠেছে। এর পিছনে অ্যাপেল-এর সহ প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের অপরিসীম অবদান রয়েছে।

অ্যাপেল-এর বর্তমান বাজারদর ১ ট্রিলিয়ন মার্কিন ডলার হলেও এর প্রতিযোগীদের সংখ্যা নেহাত কম নয়। অ্যাপেল-এর সামান্য পিছনে রয়েছে অ্যামাজন, অ্যালফাবেট এবং মাইক্রোসফ্ট। বর্তমানে এগুলির প্রত্যেকটির বাজারদর ৮০০ বিলিয়ন মার্কিন ডলার (৮০ হাজার কোটি মার্কিন ডলার)। ফলে আগামী দু-বছরের মধ্যেই এগুলির কোনো একটি অ্যাপেল-কে পিছনে ফেলে দেবে বলে ব্যবসায়ী বিশেষজ্ঞদের ধারণা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Kpk1v5

August 03, 2018 at 08:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top