রঘুনাথগঞ্জে ৫০০ বোতল নিষিদ্ধ কাফসিরাপ সহ গ্রেফতার এক

মুর্শিদাবাদ, ৩ অগাস্টঃ পাচারের আগেই পুলিশের জালে পাচারকারী। শুক্রবার সকালে ৫০০ বোতল ফেনসিডিল(নিষিদ্ধ কাফ সিরাপ) সহ এক পাচারকারীকে গ্রেফতার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রঘুনাথগঞ্জ থানার আইসি সৈকত রায় জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে সেকেন্দ্রা গ্রামের বোলতলাতে হানা দেয়। সেখানে অভিযুক্ত ব্যক্তি রাজকুমার ঘোষের বাড়ি থেকেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণ কাফসিরাপ। গ্রেফতার করা হয়েছে রাজকুমার ঘোষকে। জেরায় সে জানিয়েছে, পাচারের উদ্দেশ্যে কাফসিরাপগুলো বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। বাজেয়াপ্ত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা।

পুলিশ সুত্রে খবর, গত মে মাসে ধৃত রাজকুমার ঘোষ তার নিজের দাদাকে সম্পত্তি বিবাদের জেরে গুলি করে খুন করে। এছাড়াও এলাকায় কুখ্যাত সমাজ বিরোধী বলে পরিচিত ছিল ওই ব্যক্তি। ধৃত ব্যক্তিকে আজ বহরমপুরের জেলা আদালতে পাঠানো হয়। বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LPieoI

August 03, 2018 at 08:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top