দীর্ঘ ৭০ বছরের পুরনো ঐতিহ্য। জড়িয়ে রয়েছে কত স্মৃতি, কত সিনেমা তৈরির ইতিহাস। ১৯৪৮ সালে আর কে স্টুডিও তথা আর কে ফিল্ম তৈরি করেছিলেন রাজ কাপুর। সেই রাজ কাপুরের সাধের আর কে স্টুডিও সম্প্রতি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কাপুর পরিবার। খবর: জিনিউজ। রাজ কাপুরের ছেলে ঋষি কাপুর মুম্বাই মিররকে জানান- কিছুদিন আগেও অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আর কে স্টুডিওকে নতুন করে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে বাস্তবতা হলো ফিনিক্স থেকে নতুন করে ছাই ঝেড়ে ফেলে উঠে দাঁড়ানো সম্ভব নয়। এদিকে রাজ কাপুরের নাতনি কারিনা কাপুর এই বিষয়ে কথা বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি বলেন- আমি ঠিক জানি না, বিষয়টা নিয়ে কতটা কী এগিয়েছে বা কী ঘটতে চলেছে। গত ৪-৫ দিন হলো আমার সঙ্গে বাবার দেখা হয়নি। তবে এটা খুব সত্যি কথা, আমরা সবাই ওই আর কে স্টুডিওর করিডোর দিয়ে হেঁটেই বড় হয়েছি। আমার মনে হয় এটা একেবারেই পবিবারের সদস্যদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমার বাবা ও তার ভাই যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। হিন্দুস্থান টাইমসকে কারিনা জানান- আর কে স্টুডিও আমাদের প্রত্যেকেরই (কাপুর পরিবারের সদস্যদের) হৃদয়ের খুব কাছের। এটা আমাদের বাড়ির মতোই। এর সঙ্গে যে স্মৃতি, ঐতিহ্য জড়িয়ে আছে, তা আর অন্য কোনও স্টুডিওর সঙ্গে এতোটা ঐতিহ্য, স্মৃতি জড়িয়ে নেই। ১৯৪৮ সালে আর কে স্টুডিও তথা আর কে ফিল্মস প্রতিষ্ঠা করেন রাজ কাপুর। আগ (১৯৪৮), বরসাত (১৯৪৯), আওয়ারা (১৯৫১), বুট পলিস, জাগতে রহো, শ্রী৪২০, পরবর্তীকালে জিস দেশ মে গঙ্গা বহতে হ্যায় (১৯৬০), মেরা নাম জোকার (১৯৭০), ববি (১৯৭৩)সহ অসংখ্যা জনপ্রিয় সুপারহিট ছবি আর কে ফিল্মসের প্রযোজনায় তৈরি হয়েছে। আরএস/ ২৮ আগস্ট তথ্যসূত্র: আরটিভি অনলাইন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2wvVqj8
August 28, 2018 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top