শহীদ আফ্রিদি আর বুম বুম যেন সমার্থক শব্দ। একটি বললে আরেকটি চলে আসে এমনিতেই। কিন্তু আপনি কী জানেন, এ উপাধি তাকে কে দিয়েছিলেন? জানলে কিছুটা অবাকও হতে পারেন! চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্ব রবি শাস্ত্রী প্রথম আফ্রিদির গায়ে সেঁটে দিয়েছিলেন বুম বুম তকমা। খোদ পাকিস্তানি আইকন এ স্বীকারোক্তি দিয়েছেন। বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে আফ্রিদির অগণিত ভক্ত-সমর্থক। স্যোশাল মিডিয়া টুইটারে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন তিনি। সম্প্রতি এক ভক্ত তার কাছে জানতে চেয়েছিলেন, বুম বুম উপমা কে দিয়েছিলেন? ওই ভক্তকেও নিরাশ করেননি আফ্রিদি। তিনি জানান, রবি শাস্ত্রী তাকে এ উপাধি দেন। তা কখন? সেই প্রশ্নেরও উত্তরে ৩৮ বছর বয়সী ক্রিকেটার, ১৯৯৯ সালে চেন্নাই টেস্টে। সেই ম্যাচে ভারতের বিপক্ষে এক ইনিংসে ১৪১ রান করেছিলাম। পাকিস্তান জিতেছিল ১২ রানে। সেই ইনিংসে দারুণ কিছু ছক্কা-চার হাঁকিয়েছিলাম। সেই থেকে বুম বুম বলে ডাকেন শাস্ত্রীজি। পরে তা আমার নামের সমার্থক হয়ে দাঁড়ায়। এমএ/ ০৪:৪৪/ ২৮ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MAPy39
August 28, 2018 at 10:46PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন