বাংলাদেশের বিপক্ষেই ছুঁয়েছেন শহিদ আফ্রিদির ৪৭৬ ছক্কার রেকর্ড। ছুঁয়েছেন, ভাঙাতো আর হয়নি। ক্রিস গেইল বলছেন রেকর্ডটা ওইখানেই রেখে দিতে চান। অর্থাৎ, আর ছক্কা না মেরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের গৌরব সমানভাবেই আফ্রিদির সঙ্গে ভাগ করতে চান। কেবল ওয়ানডেই খেলেছেন, বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি না খেলে এখন ভারত সফরে আছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। সেখানে ভারতীয় সাংবাদিক সাজ সাদিক গেইলের বরাতে জানিয়েছেন ছক্কা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। গেইলের অফিসিয়াল টুইটার সামলানোর ভার এই সাদিকের উপরেই। আফ্রিদির ৪৭৬ ছক্কার রেকর্ডটা ছুঁতে পারা দারুণ। কেমন হয় যদি আমি আর ছক্কা না মারি। আমার মনে হয় আমরা দুজনেই বড় বড় ছক্কা হাঁকানোর খেলোয়াড়, বিনোদনদাতা। আফ্রিদির সঙ্গে রেকর্ড ভাগাভাগি করতে পারাটা সম্মানের বিষয় হবে। তাই বুম বুম (আফ্রিদিকে এই নামেই ডাকে ভক্তরা) তুমি নিশ্চিন্তে থাকো। আমি আর ছক্কা মারছি না। তোমার রেকর্ড নিরাপদেই থাকছে,, সাদিককে এমনটাই বলেছেন গেইল। ছক্কা না মারলেও ২০১৯ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন গেইল। শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেছেন সেখানেও তুলতে চান ঝড়। গেইল এবং ছক্কার ঝড় যখন সমার্থক শব্দ, সেখানে ছক্কা না মেরে কীভাবে ঝড় তুলবেন বিপিএলে এক ম্যাচে ১৮ ছক্কা মারা এ দানব? তথ্যসূত্র: চ্যানেল আই আরএস/০৮:০০/ ০৪ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ADGiWz
August 05, 2018 at 12:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top