রায়গঞ্জ, ৪ অগাস্টঃ বাসে কন্ডাক্টরের সঙ্গে এক যাত্রীর ভাড়া সংক্রান্ত বিবাদের মধ্যস্থতা করতে গিয়ে প্রহৃত হলেন এক স্কুল শিক্ষক। দীপক পোদ্দার নামে ওই শিক্ষক রায়গঞ্জ বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বাজেবিন্দোল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার স্কুল যাওয়ার জন্য দীপকবাবু রায়গঞ্জ-ভাটোলগামী একটি সরকারি বাসে চাপেন। বারোদুয়ারি মোড়ের কাছে বাসের অন্য এক যাত্রীর সঙ্গে বাস কন্ডাক্টরের ভাড়া নিয়ে বিবাদ শুরু হয়। কন্ডাক্টর ন্যায্য ভাড়া দাবি করলে যুবকটি তা দিতে অস্বীকার করে। এদিকে স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে বলে দীপকবাবু যুবকটিকে বোঝানোর চেষ্টা করেন। দীপকবাবু যুবকটিকে বোঝান যে কন্ডাক্টর সরকার নির্ধারিত ন্যায্য ভাড়াই দাবি করছেন। আর এতেই যুবকটি চড়াও হয় দীপকবাবুর ওপর। তাঁর মুখে চোখে চালাতে থাকে ঘুষি। বাসের মধ্যেই দীপকবাবু রক্তাক্ত অবস্থায় বেসামাল হয়ে পড়েন। তড়িঘড়ি অন্য যাত্রীরা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে দীপকবাবু রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সাধীন। তাঁর নাকে ও মুখে গুরুতর চোট লেগেছে।
ঘটনার পর বাসের কন্ডাক্টর ও দীপকবাবুর তরফে রায়গঞ্জ থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2vFDv9E
August 04, 2018 at 06:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন