ঢাকা, ১৭ আগস্ট- হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। শুক্রবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়েছে মহাখালীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে। ফেসবুক ওয়ালে কায়সার হামিদ নিজেই তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন। পেটে ও বুকে ব্যথা অনুভব হলে তিনি শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন। সবার কাছে দোয়া চেয়েছেন ৫৪ বছর বয়সী এ সাবেক ডিফেন্ডার। কায়সার হামিদ বাংলাদেশের ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। ক্যারিয়ারের সেরা সময় তিনি কাটিয়েছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ১৯৮৬, ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৩ ও ১৯৯৬ সালে লিগ চ্যাম্পিয়ন হওয়া মোহামেডান দলের সদস্য ছিলেন তিনি। সাদা-কালোদের অধিনায়ক ছিলেন ১৯৮৯-১৯৯০ সালে। কায়সার হামিদ ঢাকার পাশাপাশি কলকাতা লিগেও খেলেছেন। ৮৭, ৮৮, ৯০ ও ৯১ সালে তিনি কলকাতার জায়ান্ট মোহামেডানের জার্সি গায়ে খেলেছেন সুনামের সাথে। তিনি জাতীয় দলেও দীর্ঘদিন রক্ষণ সামলিয়েছেন। অধিনায়ক ছিলেন ৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপে লাল দলের ও ৯৩ সালে বিশ্বকাপ বাছাইয়ে। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MnP9AX
August 18, 2018 at 04:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top