ঢাকা, ১৭ আগস্ট- আরিফ ও তিথির নতুন বিয়ে হয়েছে। হানিমুনে যাবে নেপালে। সে রকমই প্রস্তুতি নিয়েছে দুজন। অবশ্য বিয়ের আগে থেকেই পরিকল্পনা ছিল তাদের। এদিকে অনেকদিন পর আরিফের পুরনো বন্ধু সজলের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায়। দুই বন্ধু কফিশপে বসে খানিকক্ষণ আড্ডা মারে। পুরনো গল্পের ফাঁকে সজল জানায় সেও বিয়ে করেছে অল্প কিছুদিন হলো। তাও পছন্দের মানুষ তানিশাকে। আর পরশুদিন হানিমুন করতে যাচ্ছে নেপাল। সজল এতদিন লন্ডনে পড়াশোনা করেছে। ফিরে এসে বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। তাই এতদিন যোগাযোগবিহীন ছিল বন্ধুদের সঙ্গে। হানিমুনের কথা শুনে দারুণ খুশী হয় আরিফ। একই দিন সেও যাচ্ছে তিথিকে নিয়ে। দুই বন্ধুর আড্ডা জমে ওঠে। দুই দম্পতি মিলে দারুণ সময় ব্যয় করার পরিকল্পনা করে। শুরু হয় দুই বন্ধুর নেপাল যাত্রা। হানিমুনের সঙ্গে একটা দুর্দান্ত গেম। কে জিতবে এই গেইমে? নাকি হারবে দুজনই? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক বিপরীত ভালোবাসা। নাটকটি রচনা করেছে সাইয়েদ ইকবাল ও পরিচালনা করেছে নাজমুল রনি। প্রধান চরিত্রে অভিনয় করেছে সজল, নাদিয়া মিম, অ্যালেন শুভ্র ও তাসনুভা তিশা। দুটো নতুন দম্পতির চরিত্রে দেখা যাবে এই দুই জুটিকে। নির্মাতা সূত্রে জানা গেছে এসএটিভিতে ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে নাটকটি। এমএ/ ১০:১৫/ ১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2vUjjS4
August 18, 2018 at 04:17AM
17 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top