মুম্বই, ১৭ অগাস্টঃ অ্যামাজন ভিডিয়ো সিরিজ ‘গরমিন্ট’ থেকে সরে দাঁড়ালেন ইরফান খান। নিজেই ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন ইরফান। তিনি জানিয়েছেন, ‘অ্যামাজন ভিডিয়ো সিরিজ মিনিস্ট্রি, যা এখন গরমিন্ট নামে পরিচিত সেটা আমার অন্যতম প্রিয়। কয়েকমাস শ্যুটিং করার পর আমার বর্তমান শারীরিক অবস্থা বুঝতে পেরেছি। দুঃখের সঙ্গে জানিচ্ছি, বর্তমান পরিস্থিতিতে এই শোয়ে অভিনয় করা সম্ভব হবেনা।’
৫১ বছর বয়সী ইরফান নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত। অ্যামাজন প্রাইম ভিডিয়োর অধিকারিক বিজয় সুব্রাহ্মণিয়ম জানিয়েছেন, গরমিন্ট-এ ইরফান অভিনয় করবেন না। এইখবর শোনার পর থেকেই শোয়ের সঙ্গে যুক্ত সকলে খুব দুঃখিত। তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কামনা করছেন সকলে।
On the basis of recent developments, an update
Posted by Irrfan on Monday, August 13, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2nLGklX
August 17, 2018 at 10:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন