উয়েফার ঘরোয়া লিগ র্যাংকিংয়ের শীর্ষস্থানটা স্পেনের। সেই হিসেবে ইউরোপের এক নম্বর লিগ লা লিগা। গত কয়েক বছর ধরে শীর্ষস্থান ধরে রাখা স্প্যানিশ লিগের এবারের মৌসুমের পর্দা উঠছে শুক্রবার রাতে। জিরোনা-রিয়াল ভায়াদোলিদের ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৮-১৯ মৌসুম। বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১২-১৫ মিনিটে মাঠে নামবে দল দুটি। পরের খেলায় রাত ২-১৫ মিনিটে মুখোমুখি হবে রিয়াল বেতিস-লেভান্তে। তবে আসল আকর্ষণ শুরু হবে শনিবার থেকে, যখন দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, আর পরের দিন রিয়াল মাদ্রিদ খেলবে গেতাফের বিপক্ষে। ৯ মাসেরও বেশি সময় ধরে ২০ দল লড়াই করবে লা লিগার শ্রেষ্ঠত্ব জিততে। বার্সেলোনার লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখার, আর রিয়াল মাদ্রিদের মিশন পুনরুদ্ধারের। তবে তাদের হিসাব পাল্টে দিতে পারে অ্যাতলেতিকো মাদ্রিদ, সেভিয়া ও ভ্যালেন্সিয়ার মতো দলগুলো। দ্বিতীয় বিভাগ থেকে এবারের মৌসুমের লা লিগায় জায়গা করে নিয়েছে রায়ো ভায়েকানো, রিয়াল ভায়াদোলিদ ও উয়েস্কা। ১৯৬০ সালে যাত্রা শুরু করা উয়েস্কা এবারই প্রথম জায়গা করে নিয়েছে লা লিগায়। দুই বছর পর ফিরেছে ভায়েকানো, আর ভায়াদোলিদ প্রথম বিভাগে খেলবে চার বছর পর। নতুন মৌসুম শুরুর আগে অনেকটাই রং হারিয়েছে লা লিগা। রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দুর্দান্ত পারফরম্যান্সে রিয়ালের সাফল্যে যেমন অবদান রাখতেন পর্তুগিজ উইঙ্গার, তেমনি লিওনেল মেসির সঙ্গে তার ব্যক্তিগত দ্বৈরথ লা লিগায় যোগ করেছিল অন্যরকম উত্তেজনা। এবার আর সেই উত্তেজনা দেখা যাবে না স্প্যানিশ লিগে। এমএ/ ১০:৩৫/ ১৭ আগস্ট



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MsVWsx
August 18, 2018 at 04:37AM
17 Aug 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top