হরিশচন্দ্রপুর, ২ অগাস্টঃ বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে হরিশচন্দ্রপুরের মশালদহ রেলগেটে অবরোধ। মশালদহ বাজার এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভালুকা রোড স্টেশন থেকে মশালদহ বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বেহাল রাস্তা সংস্কারের জন্য প্রশাসনকে বহুবার জানানো হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় পনেরো হাজার মানুষের যাতায়াত। এলাকায় রয়েছে দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি হাই স্কুল, বাজার, ব্যাংক, মশালদহ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই অবোরধে সামিল হন স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়া। মশালদহ রেলগেটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে অবরোধকারীরা। এর ফলে হরিশচন্দ্রপুর ভালুকা রাজ্যসড়কে সৃষ্টি হয় যানজট। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। দীর্ঘক্ষণ পর ব্লক প্রশাসনের আশ্বাসে অবোরধ ওঠে।
সংবাদদাতাঃ পান্না
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LOoOf6
August 02, 2018 at 06:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন